SkyIsTheLimit
Bookmark

ফেরিওয়ালা অনুচ্ছেদ রচনা


একজন পথের ফেরিওয়ালা হচ্ছে এমন একজন ব্যক্তি যে তার পণ্য বিক্রয়ের জন্য একস্থান। থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। সে সাধারণত খুব সরল জীবন যাপন করে। সে মাথায় করে তার পণ্য বহন করে। মাঝে মাঝে সে হাতেও তার পণ্য বহন করে। সে খুব চালাক। আমরা সচরাচর তাকে রাস্তায়, রেলওয়ে স্টেশন এবং বাস স্ট্যান্ডে দেখি। মাঝে মাঝে সে বাড়ির সামনে আসে। তাকে সাধারণ সকালে দেখা যায়। মাঝে মাঝে সে সংবাদপত্র বিক্রি করে। মাঝে মাঝে সে খেলনা, ফলমূল, কাপড়-চোপড় এবং শাকসবজি প্রভৃতিও বিক্রি করে। তার প্রধান ক্রেতা হচ্ছে শিশু এবং মহিলা। সে খুব ভালােভাবে জানে, কিভাবে ক্রেতার আকর্ষণ। করাতে হয়। ক্রেতাদের আকর্ষণ করাতে সে বিভিন্নভাবে কথা বলে। মাঝে মাঝে সে গান গায় এবং বাঁশি বাজায়। একজন রাস্তার ফেরিওয়ালা খুব দরিদ্র। সে দিন এনে দিন খায়। সে কঠোর পরিশ্রম করে কিন্তু তার দরিদ্র অবস্থা থেকে সে মুক্তি পায় না। সে সত্যিই সমাজে অবহেলিত। তার কঠোর পরিশ্রমের প্রতি আমাদের সম্মান প্রদর্শন উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Unknown
    Unknown
    24 June, 2020
    খুব ভালো হয়েছে
    • Unknown
      Masud Rana
      27 July, 2020
      অসংখ্য ধন্যবাদ!
    Reply