SkyIsTheLimit
Bookmark

পরীক্ষায় অসদুপায় অবলম্বন অনুচ্ছেদ রচনা

পরীক্ষায় অসদুপায় অবলম্বন

পরীক্ষায় অসদুপায় বলতে এমন উপায় কিংবা পদ্ধতিকে বুঝায় যা খুব অশােভনীয়। এটি বর্তমানে খুব সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। সচেতন ছাত্র হিসেবে আমি পরীক্ষায় অসদুপায় সমর্থন করি না। আমি এর বিরােধিতা করি কারণ এ ধরনের কাজ একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট করে দেয়। অনেক কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে। শিক্ষার্থীদেরকে তাদের মনােবৃত্তির চাহিদা অনুযায়ী পড়ানাে হয় না। বিশাল সংখ্যক ছাত্রছাত্রী পড়ানাের জন্য শিক্ষকদের সংখ্যা যথেষ্ট নয়। কিছু ছাত্রছাত্রী রাজনীতিতে জড়িয়ে পড়ে আর বিভিন্নভাবে কালাতিপাত করে। পরীক্ষা এলে তা পাস করতে অসদুপায় অবলম্বন করে। বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় এই আত্মঘাতী কাজ বন্ধ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। এ ব্যাপারে কঠোর অনুসন্ধান ও তদারকির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিরােধমূলক ব্যবস্থার সুফল হলাে বর্তমানে ছাত্ররা পরীক্ষায় কৃতকার্য হতে নিয়মিত পড়াশুনা করতে চেষ্টা করে। তারা ধীরে ধীরে দেশের কর্মক্ষম অংশে পরিণত হচ্ছে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment