SkyIsTheLimit
Bookmark

আমার সর্বোত্তম বন্ধু অনুচ্ছেদ রচনা

আমার সর্বোত্তম বন্ধু

এমন কোনাে মানুষ নেই বললেই চলে যার কোনাে বন্ধু নেই। এক্ষেত্রে আমিও ব্যতিক্রম নই। বস্তুত, আমার অনেক বন্ধু রয়েছে। তবে আমার সকল বন্ধুর মধ্যে একজন খুবই ঘনিষ্ঠ ও.অন্তরঙ্গ। তার নাম জুবায়ের এবং সে আমার সর্বোত্তম বন্ধু। সে প্রাথমিক বিদ্যালয় জীবন থেকে আমার সহপাঠী। আমি কিছু নির্দিষ্ট কারণে তাকে খুব পছন্দ করি। সে অসাধারণ কিছু বিরল মানবিক গুণের অধিকারী। সে একজন সত্যবাদী, খােলামেলা মনের অধিকারী, ভদ্র, হাসিখুশি ধরনের, বন্ধুভাবাপন্ন এবং মেধাবী ছেলে। আমার সর্বোত্তম বন্ধু জুবায়ের- এর মতাে নৈতিকতা, সামাজিক মূল্যবােধ, ধর্মীয় অনুশীলন এবং দেশপ্রেম বিষয়ে এত সচেতন ছেলে আমি আর দেখিনি। আমরা যখনই সময় পাই এবং আমাদের সাক্ষাৎ হয় তখন আমরা বিভিন্ন বিষয়ে গল্প করতে পছন্দ করি। সমসাময়িক, সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, রাজনৈতিক ও ধর্মীয় বিষয়ে আমাদের গল্প অধিকাংশ ক্ষেত্রেই প্রাণবন্ত আলােচনায় রূপ নেয়। যেহেতু আমার সর্বোত্তম বন্ধু একজন যুক্তিবাদী ছেলে, তাই সে তার বিশ্বাস এবং ধ্যান-ধারণার আলােকে সহজেই অন্যদেরকে বুঝতে পারে। তার সহজাত গুণগুলাে সকলের কাছে আদৃত ও ব্যাপকভাবে প্রশংসিত। আর তার জীবনের লক্ষ্য হলাে একজন ভালাে আইনজীবী হওয়া কারণ সে সত্য ও ন্যায়বিচারের জন্য লড়াই করতে চায়। আমি আন্তরিকভাবে আশা করি যে, তার স্বপ্ন সত্যি হবে। আমি তার মতাে এমন বন্ধু পেয়ে সুখী এবং গর্বিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment