SkyIsTheLimit
Bookmark

পহেলা বৈশাখ অনুচ্ছেদ রচনা

পহেলা বৈশাখ/বাংলা নববর্ষ

বাংলা নতুন বছরের প্রথম দিনটিকে পহেলা বৈশাখ বলে। চিরাচরিত ঐতিহ্য ধরে রাখতে আমরা ঐতিহ্যবাহী উৎসবের দিনটি উদযাপন করি। শীর্ষস্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়ােজনে দিনের প্রথম কর্মসূচী শুরু হয় রমনা বটমূলে। দিনটিকে উদযাপন করতে 1. দেশজুড়ে গ্রামীণ লােকজন নানা ধরনের ঐতিহ্যবাহী খেলা, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়ােজন করে থাকে। এ উপলক্ষে, বিশেষ কিছু স্থানে অনেক লােকজন একত্রিত হয়। স্থানগুলােকে রংবেরং-এ সাজানাে হয় তাই, এই স্থানগুলাে উৎসবমুখর রূপ পরিগ্রহ করে। চারপাশে মানুষের মন থাকে উৎসবমুখর। অনেক স্থানে মেলা অনুষ্ঠিত হয়। সেগুলাে লােকে লােকারণ্য থাকে। তবে লােকে এগুলাে বেশ উপভােগ করে। দোকানদারেরা হালখাতা খােলে এবং শহরের লােকজন একে আড়ম্বরপূর্ণভাবে পালন করে। ঐতিহ্যবাহী পােশাক পরে তারা বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের আয়ােজিত অনুষ্ঠানে যােগদান করে। লােকজন ফেস্টুন, প্লাকার্ড, পােস্টার, ব্যানার নিয়ে এবং মুখােশ পরে বর্ণাঢ্য মিছিল বের করে। তরুণদেরকে দিনটি উদযাপন করতে বেশ আগ্রহী দেখা যায়। তারা একে অপরকে "শুভ নববর্ষ" বলে সম্ভাষণ জানায়। তারা ব্যান্ড সংগীত ও নৃত্যে অংশগ্রহণ করে। বাংলাদেশীদের বিশেষ দিন হিসাবে এ দিনটির তাৎপর্য অত্যন্ত ব্যাপক।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment