SkyIsTheLimit
Bookmark

পরিবেশ ও বাস্তুসংস্থান অনুচ্ছেদ রচনা

পরিবেশ ও বাস্তুসংস্থান

পরিবেশ বলতে বায়ু, পানি ও মাটিকে বােঝায় যাতে মানুষ, প্রাণী ও উদ্ভিদ বাস করে। তাই পরিবেশের প্রধান উপাদানগুলাে হলাে মানুষ, প্রাণী, গাছপালা, বায়ু, পানি ও মাটি যেভাবে মানুষ, প্রাণী ও গাছপালা পরস্পর ও পারিপা্শ্বিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত তা বাস্তুসংস্থান হিসেবে পরিচিত। এই সম্পর্ক বিঘ্নিত হলে পৃথিবী ঘূর্ণিঝড়, খরা, বন্যা ইত্যাদির মতাে প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হবে। এছাড়া আমাদের পরিবেশ নিয়মিত দুষিত হচ্ছে। এই দূষণের পরিণাম পৃথিবীতে বিদ্যমান সবকিছুর জন্যই খুব ভয়াবহ। এজন্য সুস্থ পরিবেশ সংরক্ষণ করতে পারিপার্শ্বিক ভারসাম্য বজায় রাখার প্রয়ােজনীয়তা অপরিহার্য। পারিপার্শ্বিক ভারসাম্য বজায় রাখার অনেক সমাধান বা উপায় আছে। এগুলাের মধ্যে বৃক্ষরােপণ, পরিবেশকে দূষণমুক্ত রাখা প্রধান।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment