SkyIsTheLimit
Bookmark

লিঙ্গ বৈষম্য অনুচ্ছেদ রচনা

লিঙ্গ বৈষম্য

লিঙ্গ বৈষম্য অর্থ নারী ও পুরুষের মধ্যে বৈষম্য করা। কিছু কারণ আছে যার জন্য লােক ছেলে ও মেয়ের মধ্যে পাথক্য করে। মেয়েদেরকে তুলনামূলকভাবে দূর্বল ও বােঝা, অপ্রয়ােজনীয় ও অনুৎপাদনশীল হিসেবে বিবেচনা করা হয়। মনে করা হয় যে তারা পরিবারে আয় বাড়াতে পারে না। তাদের শিক্ষার পেছনে টাকা বিনিয়ােগ করা হলে সেটা অপচয় হিসেবে ধরা হয়। এটাও ভাবা হয় যে, বিয়ের পর তারা শ্বশুরবাড়ি চলে যাবে এবং স্বামীর সেবা করবে আর গৃহস্থালির কাজ করবে। কিন্তু ছেলেদেরকে উৎপাদনশীল ভাবা হয়। এটাও মনে করা হয় যে তারা পরিবারের আয় বৃদ্ধি করে। আমাদের দেশে লিঙ্গ বৈষম্যের প্রধান ক্ষেত্রগুলাে হলাে খাদ্য, শিক্ষা, বাসস্থান, বস্ত্র ও চিকিৎসা সেবা। এমন বৈষম্যের পরিণতি খুবই ভয়ানক ও বিপদজনক। তারা তাদের ছেলে সাথীর চেয়ে বেশি অপুষ্টি ও রক্তম্বল্পতায় ভােগে যা তাদের বিভিন্ন রােগের বিরুদ্ধে অরক্ষিত করে তােলে। যার ফলে মৃত্যুহার বৃদ্ধি পায়। তারা একটা আত্ম-গৌণতা, আত্ম-অস্বীকৃতি ও তুচ্ছতার ধারণা গড়ে তােলে যেটা দূর্বল লিঙ্গ পরিচয়ের অনিবার্য মানদন্ড হিসেবে তারা আজীবন বয়ে বেড়ায়। পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের বলার কিছু থাকে না। তাদেরকে তাদের স্বামীর দাবি পূরণ করতে হয়। আমাদের সমাজব্যবস্থা থেকে লিঙ্গ বৈষম্য দূর করতে কতকগুলাে পদক্ষেপ নেয়া যেতে পারে। নারী শিক্ষাকে উৎসাহিত করতে হবে। ধর্মীয় অপব্যাখ্যা ও পুরুষদের সংকীর্ণতা বন্ধ করতে হবে। তাহলে পুরুষ ও নারীর মধ্যে কোনাে বৈষম্য থাকবে না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment