SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালাে , যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলাে

নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালাে ,
যুগ জনমের বন্ধু আমার আঁধার ঘরের আলাে।
সবাই মােরে ছাড়তে পারে বন্ধু যারা আছে,
নিন্দুক সে ছায়ার মত থাকবে পাছে পাছে।
বিশ্বজনে নিঃস্ব করে পবিত্রতা আনে,
সাধক জনে বিস্তারিত তার মত কে জানে?
বিনামূল্যে ময়লা ধুয়ে করে পরিষ্কার,
বিশ্বমাঝে এমন দয়াল মিলবে কোথায় আর?
নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্ব হিতের তরে।
আমার আশা পূর্ণ হবে তাহার কৃপাভরে।
সারমর্ম : নিন্দুকেরা মানুষের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দেয়। নিন্দুকের সমালােচনায় মানুষ নিজেকে সংশােধন করতে পারে‌। ফলে মানুষ নিজের সম্পর্কে সচেতন হয় এবং ভাল মানুষ হিসেবে চলতে চেষ্টা করে। কাজেই নিন্দুক মানুষের উপকারী বন্ধু ‌।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment