সুখের আলাে জ্বালে বুকে দুঃখের ছায়া নাশে।
স্বাধীনতা সােনার কাঠি খােদার সুধা দান,
স্পর্শে তাহার নেচে উঠে শূন্য দেহে প্রাণ।
মনুষ্যত্বের বান ডেকে যায় ভীরু হৃদয়ের তলে,
বুক ফুলিয়ে দাঁড়ায় ভীরু স্বাধীনতা বলে।
সারমর্ম: স্বাধীনতা মানুষের কাছে পরম আকাঙ্ক্ষিত বিষয়। স্বাধীনতা মানবহৃদয়ের দুঃখ-যন্ত্রণা দূর করে সুখের সন্ধান দেয়, অন্তরে জাগিয়ে তােলে মনুষ্যত্ববােধ। স্বাধীনতা লাভ করে ভীরু ও দুর্বলেরাও বীরের মহিমা লাভ করে।
Post a Comment