SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: অহংকার-মদে কভু নহে অভিমানী সর্বদা রসনারাজ্যে বাস করে বাণী

অহংকার-মদে কভু নহে অভিমানী
সর্বদা রসনারাজ্যে বাস করে বাণী।।
ভুবন ভূষিত সদা বক্তৃতার বশে।
পর্বত সলিল হয় রসনার রসে।।
মিথ্যার কাননে কভু ভ্রমে নাহি ভ্রমে। 
অঙ্গীকার অস্বীকার নাহি কোন কমে।। 
অমৃত নিঃসৃত হয় প্রতি বাক্যে যার। 
মানুষ তারেই বলি মানুষ কে আর?
সারমর্ম: যে কখনাে অহংকার মদে মত্ত হয় না; যার সদয় ব্যবহার ও সুমিষ্ট কথায় সকলে মুগ্ধ হয়; যে কখনাে মিথ্যার আশ্রয় নেয়। না ও অঙ্গীকার অস্বীকার করে না, সেই প্রকৃত মানুষ। প্রকৃত মানুষ কখনাে মিথ্যার আশ্রয় নেন না এবং শপথ ভঙ্গ করেন না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment