SkyIsTheLimit
Bookmark

সারাংশ: সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর বলিয়া বিবেচিত হইয়া আসিতেছে

সকল প্রকার কায়িক শ্রম আমাদের দেশে অমর্যাদাকর বলিয়া বিবেচিত হইয়া আসিতেছে। শ্রম যে আত্মসম্মানের অনুমাত্রও হানিজনক নহে এবং মানুষের শক্তি, সম্মান ও উন্নতির ইহাই প্রকৃষ্ট ভিত্তি, এ বােধ আমাদের মধ্যে এখনাে জাগে নাই। জগতের অন্যত্র মানবসমাজ শ্রম সামর্থ্যের উপর নির্ভর করিয়া সৌভাগ্যের সােপানে উঠিতেছে, আর আমরা কায়িক শ্রমকে ঘৃণা করিয়া দিন দিন দুর্গতি ও হীনতায় ডুবিয়া যাইতেছি। যাহারা শ্রমবিমুখ বা পরিশ্রমে অসমর্থ, জীবন সংগ্রামে তাহাদের পরাজয় অনিবার্য। এই প্রতিদ্বন্দ্বিতার যুগে অযােগ্যের পরিত্রাণ নাই। যাহারা যােগ্যতম, তাহাদেরই বাঁচিবার অধিকার এবং অযােগ্যের উচ্ছেদ অবশ্যম্ভাবী। সুতরাং পরিশ্রমের অমর্যাদা আত্মহত্যারই নামান্তর।
সারাংশ: কায়িক শ্রমে কোনাে অমর্যাদা নেই, বরং তা মানুষের মর্যাদাকে আরও বাড়িয়ে দেয়। উন্নত বিশ্বে কায়িক পরিশ্রমকে যথাযােগ্য মর্যাদা দেওয়া হলেও আমাদের দেশে আজো তা অসম্মানজনক বলে বিবেচিত হয়। এ ব্যাপারে দৃষ্টিভঙ্গির পরিবর্তন আবশ্যক।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment