SkyIsTheLimit
Bookmark

বুদ্ধি যার বল তার ভাবসম্প্রসারণ


মূলভাব : বুদ্ধি হলাে মানুষের একটি গতিশীল শক্তি। বুদ্ধি না হলে মানুষ কোনাে কাজ সহজে সমাপ্ত করতে পারে না এবং সহজে কার্যসিদ্ধি হয় না। তাই বুদ্ধিই হলাে সবচেয়ে বড় শক্তি।
সম্প্রসারিত -ভাব : কথায় বলে "যে কাজ জোরে করা যায় না, বুদ্ধি বা কৌশলে তা সহজেই করা যায়।" মূলত বুদ্ধি দিয়ে অনেক কিছু করা যায় এবং বুদ্ধির জোরে অতি সহজে কার্যসিদ্ধি করা যায়। বুদ্ধিহীন মানুষ অকর্মণ্য। সমাজে তাদের মূল্যায়ন করা হয় না। সমাজ ও জাতির কাছে যার সত্যিকারের বুদ্ধি আছে, তার মূল্যায়নও অনেক বেশি। বুদ্ধিমানেরা যে কোনাে কাজ করতে পারে। কারণ বুদ্ধি যার, শক্তি তার। বুদ্ধি এক ধরনের কৌশলের নাম। যা দিয়ে মানুষ সহজে জীবনে চলার পথের সকল প্রতিকূলতাকে সামাল দিয়ে থাকে, অসাধ্য কাজ সাধন করে থাকে। পৃথিবীতে অন্যান্য প্রাণীর তুলনায় মানুষ অতি ক্ষুদ্র। কিন্তু বুদ্ধিমত্তার কারণে আল্লাহ মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে ঘােষণা দিয়েছেন। বুদ্ধি থাকার কারণে সত্য-মিথ্যা, সাদা-কালাে, উঁচু-নিচুকে নির্ণয় করে চলতে পারে। এক কথায়, বুদ্ধি আছে বলেই মানুষ স্রষ্টার কাছে অতি প্রিয় এবং তাঁর সন্তুষ্টি অর্জনে সক্ষম। বুদ্ধি হলাে মহান প্রভুর এক বিশেষ নেয়ামত, যা পৃথিবীর সব সৃষ্টর মাঝে দেননি। আল্লাহ্ মানুষকে তাঁর প্রিয় ও শ্রেষ্ঠ জাতি হিসেবে এ গুণ দান করেছেন। বুদ্ধি হলাে এক অনুপম শক্তির নাম। যা মহান আল্লাহ প্রদত্ত এক আশীর্বাদস্বরূপ। যার উপর ভরসা করে সবকিছু যথার্থভাবে লাভ করা যায়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment