SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: ফুটিয়াছে সরােবরে; কমল নিকর ধরিয়াছে কি আশ্চর্য শােভা মনােহর

ফুটিয়াছে সরােবরে; কমল নিকর 
ধরিয়াছে কি আশ্চর্য শােভা মনােহর। 
গুণ গুণ গুণ রবে কত মধুকরে, 
কেমন পুলকে তারা মধুপান করে, 
কিন্তু এরা হারাইবে এ দিন যখন; 
আসিবে কি অলি আর করিতে গুঞ্জন? 
আশায় বঞ্চিত হলে আসিবে না আর, 
আর না করিবে এ মধুর ঝংকার; 
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, 
অসময়ে হায় হায় কেহ কারাে নয়।
সারমর্ম: স্বার্থপর মানুষ সবসময় সুযােগসন্ধানী মনোভাব নিয়ে বিচরণ করে। এরা মধুকরের মতাে সুদিনে অথবা সুসময়ে বন্ধুর পাশে এসে দাঁড়ায়। বিপদের সময় বা দুঃসময়ে এরা দূরে সরে যায়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment