SkyIsTheLimit
Bookmark

অনুচ্ছেদ রচনা আমার প্রিয় শখ

প্রত্যেক মানুষের জীবনেই এক বা একাধিক শখ থাকে। আমারও কিছু শখ রয়েছে। শখের বশে নানা সময়ে নানা কিছু করি। তবে এর ভেতরও আমার একটি প্রিয় শখ আছে। বাগান করা আমার প্রিয় শখ। আমার বাগানে যখন ফুলগুলাে পাপড়ি মেলে সুন্দর হয়ে ফুটে ওঠে তখন বুকটা এক অনাবিল আনন্দে ভরে যায়। আমি আমার বাগানের দিকে তাকিয়ে আপ্লুত হই। বাগানটি আমার পড়ার রুমের পাশেই করেছি, যাতে পড়ার সময় বাগানের সৌন্দর্য উপভােগ করতে পারি। এ বাগান করার ক্ষেত্রে সবচেয়ে বেশি সহযােগিতা পেয়েছি আমার মেজ বােনের কাছ থেকে। আমরা দুজনে বাগানের জায়গাটা কোদাল দিয়ে কুপিয়ে ঝুরঝুরে করে ছাই ও গােবর ছিটিয়ে দিয়ে কিছুদিন রেখে দিয়েছিলাম। তারপর বিভিন্ন জায়গা থেকে কিছু ফুলের চারা এনে লাগিয়ে দিয়েছি। এ সময় বাগানের চারপাশে আমরা মজবুত করে বেড়া দিয়েছি যাতে কোনাে পশুপাখি গাছগুলাে নষ্ট করতে না পারে। আমার বাগানে গন্ধরাজ, গােলাপ, সন্ধ্যামালতি, রক্তজবা, পাতাবাহারসহ আরো অনেক ফুলের গাছ রয়েছে। আমার সবচেয়ে ভালাে লাগে গন্ধরাজ ফুলের মাতাল করা গন্ধ। কখনাে কখনাে চাঁদনি রাতে জানালা খুলে দিয়ে বাগানের দিকে তাকিয়ে থাকি ঘণ্টার পর ঘণ্টা। চাদের আলােয় ফুল গাছগুলােকে কী যে অদ্ভুত লাগে তা বলে বােঝাতে পারব না। ফুলে ফুলে পূর্ণ বাগানটি যখন দেখি তখন নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment