সম্প্রসারিত ভাব: বিদ্যার সঙ্গে বিনয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বিদ্যা। মানুষের মনুষ্যত্ব বিকাশে কার্যকর ভূমিকা পালন করে। বিদ্যাহীন মানুষকে পশুর সঙ্গে তুলনা করা হয়ে থাকে। আর বিনয় হলাে মনুষ্যত্বের অলংকার স্বরূপ। বিনয় মানুষকে মহৎ গুণাবলিতে পূর্ণ করে। জগতে যত মহামনীষীর আগমন ঘটেছে তারা সবাই ছিলেন বিনয়ী। বিনয়ী চরিত্রের দ্বারা তারা জগতকে বশীভূত করে জগতে অমর হয়ে আছেন। বিনয়স্বভাবী হতে হলে বিদ্যাকে অর্জন করতে হবে, বিদ্যার বহুবর্ণিল উপযােগিতাকে আত্মস্থ করতে হবে মানুষকে। তাহলে স্বয়ংক্রিয়ভাবেই বিদ্যার আলােকে আলােকিত হয়ে মানুষ বিনয়ের সপ্তডিঙায় আরােহণ করতে পারবে। এমন বিদ্যার্জন করতে হবে যা মানুষকে বিনয়ী হতে শিক্ষা দেয়, বিনয়ের মাহাত্ম্য প্রকাশ করতে অনুপ্রাণিত করে । তাহলেই বিদ্যার্জন সার্থক হবে। বিদ্যা দ্বারা বিনয়, বিনয় দ্বারা জগৎ বশীভূত হয় বলে মানুষের জীবনে দুটোই গুরুত্বপূর্ণ। বিদ্বান ব্যক্তিকে হতে হবে ফলবন্ত বৃক্ষের মতাে, যা তার ফলকে প্রাণীর নিকটবর্তী করার জন্যে তার ডালকে নিচু করে দেয়।
মন্তব্য: বিদ্যা, বিনয়- এ দুটোরই একত্রে চর্চা করতে পারলে মনুষ্যজীবন সুন্দর ও সার্থক হয়ে উঠতে পারে। আর তাতেই সে সমস্ত পৃথিবীকে করতে পারে বশীভূত।
Post a Comment