SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: বিপদে মােরে রক্ষা করাে এ নহে মাের প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়

বিপদে মােরে রক্ষা করাে এ নহে মাের প্রার্থনা
বিপদে আমি না যেন করি ভয়।
দু:খ তাপে ব্যথিত চিত্তে নাই বা দিলে সান্ত্বনা,
দুঃখ যেন করিতে পারি জয়।
সহায় মাের না যদি জুটে, নিজের বল না যেন টুটে
সংসারেতে ঘটিলে ক্ষতি, লভিলে শুধু বঞ্চনা, 
নিজের মনে না যেন মানি ক্ষয়। 
আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা 
তরিতে পারি শক্তি যেন রয়। 
আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্তনা , 
বহিতে পারি এমনি যেন হয়।
সারমর্ম : বিপদ, দুঃখ বা বেদনার মুহূর্তে পরম করুণাময়ের কাছে ভিক্ষা বা প্রার্থনা জানাতে কবি অনিচ্ছুক। বরং আপন সামর্থে বলীয়ান হয়ে সংসারের সকল বাধা-বিপত্তি ও সুখ-দুঃখের মুখােমুখি হতে চান কবি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    28 July, 2025
    bi
    Reply