SkyIsTheLimit
Bookmark

বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে সংবাদ পত্রে প্রকাশের উপযােগী একখানা আবেদন পত্র

১৮ই এপ্রিল, ২০১৭
বরাবর
সম্পাদক
দৈনিক জনকণ্ঠ
জনকণ্ঠ ভবন, ২৪/এ রাশেদ খান মেনন রােড, 
নিউ ইস্কাটন, ঢাকা 
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন। 
জনাব, 
আপনার বহুল প্রচারিত জনপ্রিয় দৈনিক জনকণ্ঠ পত্রিকায় নিম্নলিখিত সংবাদটি প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে বাধিত হব। 
পিরােজপুর গ্রামবাসীর পক্ষে 
জগলুল কবীর 
বন্যার্তদের জন্য সাহায্যের আবেদন 
কুমিল্লা জেলার একটি জনবহুল গ্রাম। প্রতিবারের মতাে এবারও গ্রামটি সর্বনাশা বন্যার মরণ ছােবল থেকে রক্ষা পায়নি। এবারের বন্যা স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা। খরস্রোতা গােমতি নদীর বাঁধ ভেঙে এবং অবিরাম বৃষ্টির ফলে সম্পূর্ণ থানা আজ বন্যা কবলিত। অনেক কাঁচা ঘর-বাড়ি প্লাবনের জলের তােড়ে ডুবে গেছে, ভেঙে গেছে। ভেসে গেছে অসহায় মানুষ, গরু-বাছুর এবং সােনার, ফসল। হাজার হাজার মানুষ পানিবন্দি মানবেতর জীবনযাপন করছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে দেখা দিয়েছে কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি ব্যাধি। ত্রাণ মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি উদ্যোগে অবিলম্বে খাদ্য, পানীয় জল এবং চিকিৎসার সুব্যবস্থা না করলে দুর্গতদের রক্ষা। করা অসম্ভব। 
অতএব এই গ্রামের জনজীবনের বিপর্যস্ত অবস্থা বিবেচনা করে অতি সত্বর প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কৃপা দৃষ্টি প্রার্থনা করছি। 
পিরােজপুর গ্রামবাসীর পক্ষে 
জগলুল কবীর 
থানা: দেবিদ্বার 
জেলা: কুমিল্লা 
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment