সারাংশ: পরের জন্য প্রাণ না দিয়েও ছােট ছােট উপকার করে মানুষকে সুখী করা যায়। সুন্দর ব্যবহার ও সহানুভূতির মাধ্যমেই অপরের অনেক উপকার করা যেতে পারে।
সারাংশ: অপরের জন্য তুমি তােমার প্রাণ দাও আমি বলতে চাই নে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করাে
Sraboni
... min to read
Listen
অপরের জন্য তুমি তােমার প্রাণ দাও আমি বলতে চাই নে। অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করাে। অপরকে একটুখানি সুখ দাও। অপরের সঙ্গে একটুখানি মিষ্টি কথা বলাে। পথের অসহায় মানুষটির দিকে একটা করুণ কটাক্ষ নিক্ষেপ করাে, তাহলেই অনেক হবে। চরিত্রবান, মনুষ্যত্বসম্পন্ন মানুষ নিজের চেয়ে পরের অভাবে বেশি অধীর হন। পরের দুঃখকে ঢেকে রাখতে গৌরববােধ করেন।
1 comment