SkyIsTheLimit
Bookmark

সারমর্ম: বিশ্বজোড়া পাঠশালা মাের, সবার আমি ছাত্র, নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র

বিশ্বজোড়া পাঠশালা মাের,
সবার আমি ছাত্র,
নানান ভাবে নতুন জিনিস
শিখছি দিবারাত্র। 
এই পৃথিবীর বিরাট খাতায় 
পাঠ্য যে সব পাতায় পাতায় 
শিখছি সে সব কৌতূহলে 
নেই দ্বিধা লেশমাত্র।
সারমর্ম: বিশ্বের বিচিত্র উৎস থেকে মানুষ প্রতিনিয়ত শিক্ষা লাভ করে। বিশাল প্রকৃতি রাজ্য থেকে অর্জিত হয় মানুষের বহুমুখী শিক্ষা। প্রতিটি মানুষই প্রকৃতির ছাত্র হিসেবে প্রতিনিয়ত শিক্ষা গ্রহণ করছে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    31 May, 2022
    thank you ☺🤎





    thank you






    Reply