SkyIsTheLimit
Bookmark

পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোনাে ছুতা জান না সূর্যের সঙ্গে আমার শক্রতা ভাবসম্প্রসারণ

"পেঁচা রাষ্ট্র করে দেয় পেলে কোনাে ছুতা জান না সূর্যের সঙ্গে আমার শক্রতা‌। " 

মূলভাব : যারা অন্ধকারের লােক তারা দিনের আলােতে আসতে ভয় পায়। তাই নানা ছল, ছুতার কথা বলে।

সম্প্রসারিত-ভাব : বিশ্বের সমগ্র মানুষকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। এক ক্ষুদ্র নীচ, দুই মহৎ। নিজ স্বার্থচিন্তা ত্যাগ করে মহৎ ব্যক্তিগণ যুগে যুগে পৃথিবীর মানব সমাজের কল্যাণ করে চলেছেন। আজ মানব সমাজের অগ্রগতির জন্য এ মহৎ ব্যক্তিগণ দায়ী। অন্যদিকে নীচ ব্যক্তিরা যুগে যুগে মহৎ ব্যক্তিদের কার্যকলাপের নিন্দা করে এসেছে। এর ফলে শুধু তারাই আত্মপ্রসাদ লাভ করেনি পরন্তু মুহঁতের কাজে পদে পদে বিঘ্ন ঘটানাের জন্য পৃথিবীর সমগ্র মানব সমাজের অগ্রগতিও ব্যাহত হয়েছে। নীচমনা ব্যক্তির মহতের প্রতি ঈর্ষার শেষ নেই। শ্রেষ্ঠ ব্যক্তিকে নিন্দা করে সে নিজের নিকৃষ্টতাকে লুকিয়ে রাখতে চায়। যার কাছে সাহস ভরে দাঁড়াবার সাহস নেই, সেই শ্রদ্ধেয় ব্যক্তিকে নিজের শক্র বলে রটনা করে আত্মপ্রসাদ লাভ করে। ক্ষুদ্র ব্যক্তিরা এ বলে নিজ সম্মান বৃদ্ধির চেষ্টা করে যে শক্তিমান মহৎ ব্যক্তির তুলনায় সে শক্তির দিক দিয়ে হীন হয়। বৈরিতাবশত শক্তিমান মহৎ ব্যক্তিকে সে এড়িয়ে চলে, তাকে আদৌ ভয় পায় না; অনেকটা সেই নিশাচর পেঁচার মতাে, যে সূর্যের সঙ্গে কল্পিত প্রতিদ্বন্দ্বিতার কথা উল্লেখ করে নিজ সম্মান বৃদ্ধি করতে চায়। যদিও তাতে পেঁচার গৌরব বিন্দুমাত্র বৃদ্ধি পায় না অথবা সূর্যের গৌরবও সামান্যতম হ্রাস পায় না। শুধু পেঁচাই সকলের কাছে হাস্যাস্পদ হয়ে ওঠে। দুষ্ট কপট লােক তার নিজের খারাপ দিকগুলাে ঢেকে রাখার জন্য ভাল মানুষের নামে মিথ্যা অপবাদ দেয়ার জন্য সর্বদা বাস্ত থাকে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment