SkyIsTheLimit
Bookmark

ভাবসম্প্রসারণ কীর্তিমানের মৃত্যু নেই।

মূলভাব: মহৎ কার্যাবলির মধ্যেই মানুষ জগতে চির অমর হয়। রেখে যাওয়া কর্মের মাধ্যমে মানুষ অমরত্ব লাভ করেন।
সম্প্রসারিত-ভাব : এ স্বপ্নীল পৃথিবীতে মানুষের জীবনকাল খুবই সামান্য। সাধারণ মানুষ তার জীবনয়াপন শেষ করে এক সময় পাড়ি জমায় মহাপ্রস্থানের পথে। কেউ তাকে চেনে না, জানে না। তার নাম হারিয়ে যায় এ পৃথিবী থেকে। কিন্তু এমন কিছু ব্যক্তি সময়ে সময়ে জন্মগ্রহণ করেন, যারা মরেও অমর হয়ে থাকেন। কীর্তিমানেরা তাঁদের মহৎ কর্ম দ্বারা যে গৌরবের তাজমহল তৈরি করেন তা তাদেরকে বাঁচিয়ে রাখে। কাজের স্বীকৃতিস্বরূপ তারা পান অজস্র সম্মান, লাভ করেন, মানুষের অকুণ্ঠ ভালােবাসা। এভাবে তাঁরা ঠাই করে নেন ইতিহাসের অমর পৃষ্ঠায়। সােনার অক্ষরে লেখা হয় তাদের নাম। তাদের মৃত্যু হয় বটে, কিন্তু তাঁদের অমর কীর্তি অথবা লােকোত্তর প্রতিভার কখনাে মরণ হয় না। কীর্তিমান মানুষের জীবনকে পর্যালােচনা করলে দেখা যায়, এঁরা কখনই আপনাকে নিয়ে ব্যস্ত থাকেন না। ইতর প্রাণীর মতাে কেবল খেয়ে পরে বাঁচাকেই এঁরা জীবনের ধর্ম মনে করেন না। পৃথিবীর উন্নতির জন্য, মানুষের কল্যাণের জন্য এরা এমনই কর্মযজ্ঞ পালন করে যান, যা দেখে মানুষ বিস্মিত হয়, গৌরবে উদ্দীপ্ত হয়। পরবর্তীকালের মানুষেরা শ্রদ্ধার সাথে স্মরণ করে এদের নাম। কঠিন প্রস্তর দ্বারা মানুষ তৈরি করে এদেরই মূর্তি। শিলা খণ্ডে লিখে রাখে এদের কালজয়ী বাণী। আজকের পৃথিবীর এ যে সভ্যতা, তা এসব কীর্তিমান মানুষেরই অবদান। তাঁদের অবিস্মরণীয় কর্মফল দ্বারা গঠিত হয়েছে এ আধুনিক পৃথিবী। তাই, তাঁদের নাম হারিয়ে যাবে না কোন দিন। তাঁরা মহান; তাঁরা কালজয়ী, তাঁরা অবিনশ্বর।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment