SkyIsTheLimit
Bookmark

বৃক্ষরােপণের প্রয়ােজনীয়তা বর্ণনা করে জনমত গঠনের উদ্দেশ্যে সংবাদপত্রে প্রকাশের উপযােগী একটি আবেদন পত্র

১৩ই ফেব্রুয়ারি, ২০১৭
বরাবর
সম্পাদক
প্রথম আলাে
সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ 
কাওরান বাজার, ঢাকা-১২১৫ 
বিষয় : সংযুক্ত পত্রটি পত্রিকায় প্রকাশের জন্য আবদেন। 
জনাব, 
আপনার বহুল প্রচারিত প্রথম আলাে পত্রিকায় নিম্নলিখিত চিঠিটি অনুগ্রহপূর্বক প্রকাশ করলে কৃতার্থ হব।
নিবেদক 
মাে. সিদ্দিকুর রহমান 
দেবিদ্বার, কুমিল্লা 
বৃক্ষরােপণ প্রয়ােজন 
জীবনযাপনে মানুষ সম্পূর্ণরূপে বৃক্ষের ওপর নির্ভরশীল। সবুজ বৃক্ষ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে পরিবেশকে সুস্থ রাখে । সবুজ বৃক্ষ কেবল পরিবেশকে রক্ষা করে না, দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষের ফল মানুষের পুষ্টির অভাব পূরণ করে এবং তার কাঠ গৃহনির্মাণ, আসবাবপত্র তৈরি ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। অথচ প্রয়ােজনের তুলনায় আমাদের দেশে বৃক্ষ এবং বনভূমির পরিমাণ নিতান্তই অপ্রতুল। যেখানে দেশের মােট ভূমির শতকরা অন্তত ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়ােজন সেখানে আমাদের আছে ১৭ ভাগের মতাে। এরপরও মানুষ প্রয়ােজনে অপ্রয়ােজনে কেটে উজাড় করছে বনরাজি। উপরন্তু নতুন করে বৃক্ষরােপণ করা হচ্ছে না। যার সূত্র ধরে সময়ে অসময়ে বাংলাদেশের প্রকৃতিতে দেখা দিচ্ছে বিপর্যয়। তাই যথাশীঘ্রই সরকারি ও বেসরকারি উদ্যোগে দেশের সর্বত্র বৃক্ষরােপণ এবং তা রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি কর্তব্য। বৃক্ষরােপণ প্রয়ােজন। 
এমতাবস্থায় বৃক্ষরােপণের গুরুত্ব বিবেচনা করে বৃক্ষরােপণ সপ্তাহ পালনের ও বৃক্ষরােপণের কার্যকর কর্মসূচি গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। 
পিরােজপুর গ্রামবাসীর পক্ষে 
মাে. সিদ্দিকুর রহমান 
দেবিদ্বার, কুমিল্লা 
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে]

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment