বরাবর
জেলা প্রশাসক
ময়মনসিংহ
বিষয়: পাঠাগার স্থাপনের জন্য আবেদন ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, ময়মনসিংহ জেলার ফুলপুর থানার আছিম একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামে অনেক শিক্ষিত মানুষের বসবাস। এখানে ছেলে মেয়েদের শিক্ষার জন্য পৃথক দুটো উচ্চ বিদ্যালয় আছে। প্রতি বছর বিদ্যালয় দুটো থেকে বহু ছেলেমেয়ে পাস করে বের হচ্ছে। একটা মাদ্রাসা এবং তিনটা প্রাথমিক বিদ্যালয় এ এলাকায় শিক্ষার আলাে বিতরণ করছে বলে এলাকার মানুষের সাংস্কৃতিক উন্নয়নও ঘটছে। তবে এ এলাকাটিতে বর্তমানে একটা সাধারণ পাঠাগারের অভাব প্রকট হয়ে উঠেছে। কিন্তু এলাকাবাসীর পক্ষে অর্থ খরচ করে পাঠাগার স্থাপন করা সম্ভব নয়।
অতএব, আপনার কাছে আকুল আবেদন এই যে, আমাদের গ্রামের জনসাধারণের স্বার্থে একটা সাধারণ পাঠাগার স্থাপনের ব্যবস্থা করে একটা জ্ঞানভিত্তিক সমাজ গড়ার সুযােগ দান করে বাধিত করবেন।
নিবেদক
আছিম গ্রামবাসীর পক্ষে
১. মাহবুবুল ইসলাম
২. সামিউল ইসলাম
৩. আসাদউল্লাহ
Post a Comment