জ্বালায় মােমের বাতি,
আশুগৃহে তার দেখিবে না আর
নিশিথে প্রদীপ ভাতি।
সম্প্রসারিত ভাব : দিনের বেলায় সূর্যের আলােতে পৃথিবী আলােকিত হয়। এ সময়ে ঘরে আলাে জ্বালানাে নিষ্প্রয়ােজন। সখ করে অনেকেই দিনের বেলায় প্রদীপ জ্বালিয়ে রাখে, এটা নিতান্তই বিলাসিতা। নিঃসন্দেহে সে একজন অমিতব্যয়ী। তাকে প্রশ্রয় না দিয়ে সাবধান করে দেয়া উচিত। কেননা, এসব অপরিণামদর্শী লােক দারিদ্র্যের অভিশাপে জর্জরিত হয়। পরবর্তীতে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একইভাবে বলা যায়, কোন ব্যক্তি যদি সুসময়ে অর্থের অপচয় করে, তাকে পস্তাতে হয়। তার জীবনে অভাব নেমে আসে। চলার সাধারণ ছন্দ হারিয়ে সে ভয়ঙ্কর দরিদ্রতার শিকার হয়। জীবনে যখন তার দুর্গতি নেমে আসবে তখন হয়তাে সে তার কৃতকর্মের জন্য অনুশােচনা করবে কিন্তু এতে তার কোন লাভ হবে না। তাই অর্জিত ধন-সম্পত্তি অপব্যয় না করে একে সৎকাজে ব্যয় করা উচিত। জীবনের লক্ষমাত্রা অর্জনের জন্য মিতব্যয়ীতার গুরুত্ব অধিক। জীবনকে সুন্দর ও আনন্দময় করে গড়ে তুলতে হলে মিতব্যয়ী হওয়া প্রয়ােজন। অপব্যয় মানুষের উজ্জ্বল জীবনকে ধ্বংস করে অন্ধকারের দিকে ধাবিত করে। তাই অপব্যয় সম্পূর্ণভাবে বর্জন করা শ্রেয়।
Post a Comment