SkyIsTheLimit
Bookmark

পথ শিশু অনুচ্ছেদ রচনা

দরিদ্র এবং গৃহহীন শিশু যারা রাস্তায় বাস করে, ঘুরে বেড়ায় এবং খাবার ায় তারা পথ শিশু হিসেবে পরিচিত। তাদের কোন পারিবারিক বন্ধন এবং পারিবারিক পরিবেশ নেই। তাদরেকে খােলা আকাশের নিচে বাস করতে হয়। তারা ফুটপাতে, রেলওয়ে স্টেশনে, বাস স্ট্যান্ডে এবং লঞ্চ ঘাটে তাদের রাত কাটায়। তারা জীবিকার সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে শহরব্যাপী ঘুরে বেড়ায়। তারা কঠোর পরিশ্রমের দ্বারা তাদের জীবিকা নির্বাহ করে। তাদেরকে বােঝা বহন করতে হয়, ইট ভাঙ্গতে হয় এবং ফুল বিক্রি করতে হয়। তাদের সাথে কঠোরভাবে আচরণ করা হয়। তাদের পিতা-মাতা তাদেরকে পরিত্যাগ করেছে। তারা পিতৃ মাতৃক সেই, যত্ন এবং নিরাপত্তা থেকে বঞ্চিত। তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং পুষ্টি প্রভৃতি থেকেও বঞ্চিত। বস্তুত, তারা সমাজ এবং দেশের জন্য বােঝা। সুতরাং, তাদের পুনর্বাসন করা আমাদের কর্তব্য। তাদের সংগ্রহ করে এবং ছিন্নমূলদের জন্য নির্মিত গৃহে অথবা এতিমখানায় আশ্রয় প্রদান করে, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং প্রাথমিক শিক্ষা দিয়ে, তাদের ক্ষুদ্র ঋণ প্রদান করে এবং তাদের আত্ম-কর্মসংস্থানের ব্যবস্থা করে আমরা তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    19 November, 2021
    Totally bad
    Reply