SkyIsTheLimit
Bookmark

শিক্ষা সফর অনুচ্ছেদ রচনা

বিনােদনের অনেক উৎস রয়েছে এবং ভ্রমণ এগুলাের মধ্যে অন্যতম। এটি আমাদের প্রচুর আনন্দ দেয় এবং আমাদের একঘেয়েমী দূর করে। গত শীতের ছুটিতে, আমি এবং আমার কয়েকজন বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যা পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। আমরা একটি বাস ভাড়া করেছিলাম। নির্দিষ্ট দিনে, আমরা ঢাকা থেকে সকাল ৮টায় আমাদের ভ্রমণ শুরু করেছিলাম। ১০ ঘণ্টা ভ্রমণের পর আমরা আমাদের গন্তব্যে পৌছেছিলাম। সেখানে পৌছে আমরা একটি বিলাসবহুল হােটেলে ৪টি কক্ষ সংরক্ষণ করেছিলাম। পরের দিন আমরা সমুদ্র সৈকতে গিয়েছিলাম। সমুদ্র সৈকতের প্রাকৃতিক দৃশ্য দেখে আমরা বিস্মিত হয়েছিলাম। দীর্ঘ সময় ধরে আমরা সেখানে হেঁটেছিলাম এবং তারপর গােসল করেছিলাম। সাঁতার কাটা, ঘােড়ায় চড়া, নৌকায় চড়া, ফটো তােলা প্রভৃতি ছিল খুবই মনােমুগ্ধকর। আমরা সবকিছু যারপরনাই উপভােগ করেছিলাম। সবচেয়ে আকর্ষণীয় ছিল সূর্যাস্ত দেখা। সূর্যাস্ত দেখে, সন্ধ্যায় আমরা কক্সবাজার শহরে গিয়েছিলাম। আমরা অনেক পর্যটন কেন্দ্র পরিদর্শন করেছিলাম এবং যথেষ্ট জ্ঞান অর্জন করেছিলাম। তিন দিন পরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এটি সত্যিই একটি স্মরণীয় শিক্ষা সফর ছিল।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • English Guide
    English Guide
    07 December, 2020
    This comment has been removed by a blog administrator.