SkyIsTheLimit
Bookmark

টেলিভিশন অনুচ্ছেদ রচনা

স্যাটেলাইট হল কৃত্রিম বস্তু অথবা যন্ত্র যেগুলােকে পৃথিবীর চারদিকে কক্ষপথে স্থাপন করা হয়। এগুলাে রেডিও এবং টিভি সিগনালসমূহ পৃথিবীতে পুন:প্রেরণ করে যেগুলো বিভিন্ন চ্যানেল কর্তৃক তাদের অনুষ্ঠানগুলাে সম্প্রচার করার জন্য ব্যবহৃত হয়। এগুলাে আমাদের জন্য খুবই উপকারী। এসব স্যাটেলাইট টিভি চ্যানেল মানুষের শিক্ষা এবং বিনােদনের জগতে একটি বিস্ময়কর পরিবর্তন এনেছে। আমরা আমাদের বাড়িতে বসে চলচ্চিত্র এবং অন্যান্য অনুষ্ঠান উপভােগ করতে পারি। যদিও এসব চ্যানেল জনগণকে শিক্ষিত করতে এবং বিনােদন দিতে অনেক অবদান রেখেছে, তথাপি কিছু কিছু চ্যানেল সন্ত্রাসমূলক অনুষ্ঠান এবং চলচ্চিত্র সম্প্রচার করছে। এরা অশ্লীল গান এবং ছবিও প্রদর্শন করে। আমি মনে করি যে, এসব চ্যানেল সাংস্কৃতিক অবক্ষয় এবং নৈতিক অধঃপতন ঘটায়। এগুলাে শিশুদের উপর এবং বিশেষভাবে তরুণ প্রজন্মের উপর নেতিবাচক প্রভাব ফেলে। আমাদের জাতীয় সংস্কৃতি লালিত এবং সমৃদ্ধ করতে আমাদেরকে কেবল বিদেশি সংস্কৃতির ভাল দিকগুলো গ্রহণ করতে হবে এবং আমাদের নিজেদের ঐতিহ্যের প্রতি সম্মান দেখাতে হবে। সুতরাং, স্যাটেলাইট টিভির ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে কোন চ্যানেলগুলাে অনুমতি দেয়া উচিত হবে এবং কোন চ্যানেলগুলাে অনুমতি দেয়া উচিত হবে না সে সম্পর্কে সরকারের উচিত একটি নীতিমালা প্রকাশ করা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment