SkyIsTheLimit
Bookmark

সামাজিক মূল্যবোধ অনুচ্ছেদ রচনা

সামাজিক মূল্যবােধ বলতে সমাজে গ্রহণযােগ্য এবং প্রশংসনীয় আচরণের মানদন্ডকে বুঝায়। অতীতে সততা, আন্তরিকতা, সত্যবাদীতা, করুণা, সহানুভূতি প্রভৃতিকে সামাজিক মূল্যবোধ হিসেবে বিবেচনা করা হত। আমরা জানি যে, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। কিন্তু এটা দুঃখজনক যে, এই সামাজিক মূল্যবােধ এখন আর বিদ্যমান নেই। এখন অপরাধীদের সমাজের হিসেবে সম্মান করা হয়। মানুষ তাদের পাপ কর্মের বিরুদ্ধে কথা বলতে সন্তস্ত বােধ করে। বর্তমান সামাজিক অধ:পাতের কারণ হলাে অধিকাংশ ক্ষেত্রে মানুষের বস্তুবাদী দৃষ্টিভঙ্গি। সামান্য ব্যতিক্রম ছাড়া, সঠিক না ভুল, ভাল না মন্দ, নৈতিক না অনৈতিক এদিকে কোন চিন্তা না করেই মানুষ এখন অর্থ, খ্যাতি এবং ভাগ্যের পেছনে ছােটে। বর্তমান যুগে সামাজিক মূল্যবােধের প্রভাব খুবই শােচনীয়। মহৎ গুণগুলাে এখন নির্বাসিত। যা-হােক, জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক মূল্যবােধকে সংরক্ষণ করা উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment