SkyIsTheLimit
Bookmark

Hydra নিডারিয়া পর্বভুক্ত প্রাণী সম্পর্কে ধারণা।


Hydra নিডারিয়া(Cnidara)পর্বভুক্ত প্রাণী । ১৭৪৪ সালে সুইজারল্যান্ডের প্রকৃতিবিজ্ঞানি আব্রাহাম ট্রেম্বলে(Abraham Trembly, 1710-1784) হাইড্রার প্রচন্ড পূর্ন উৎপাদন ক্ষমতা প্রকাশের মাধ্যমে এর প্রাণীপ্রকৃতিকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যার ফলে হাইড্রার ব্যাপক পরিচিতি লাভ করে । ১৭৫৮ সালে ক্যারোলাস লিনিয়াস(Carolus Linnaeus, 1707-1778) এর নাম দেন হাইড্রা(Hydra) । গ্রীক রূপকথার নয় মাথা ড্রাগনের নামানুসারে Hydra-র  নামকরণ করা হয় । ওই ড্রাগনের মাথা কাটলে তার বদলে আরও মাথা গজাতো । হাইড্রাও ঠিক তেমনি । হাইড্রা ঐ ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুরনায় সৃষ্টি করতে পারে । এদের মারার এক মাএ উপায় হলো এদের পিশে ফেলতে হবে যাতে একটা কোষ বেঁচে থাকতে না পারে অথবা এদের আগুনে পুড়িয়ে ফেলতে হবে । বর্তমানে Hydra-র প্রজাতির সংখ্যা ৪০টির মতো । হাইড্রা একটি মাংসাশী প্রাণী ।
শনাক্তকরন:
১. দেহ নলাকার; একপ্রান্ত খোলা ও অপর পাশে বন্ধ ।
২. মুক্ত প্রান্তে অবস্থিত মোচাকৃতি হাইপোস্টোমের চূড়ায় মুখছিদ্র অবস্থিত ।
৩. হাইপোস্টোমকে ঘিরে কয়েকটি সুতোর মতো কর্ষিকা রয়েছে ।
৪. দেহের বন্ধ  (নিম্ন) প্রান্তে গোলাকার পাদ-চাকতি অবস্থিত ।
৫. দেহে মুকুল দেখা যায় ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment