SkyIsTheLimit
Bookmark

গ্রিন হাউজ অনুচ্ছেদ রচনা

পরিবেশগত তাপমাত্রা বৃদ্ধি গ্রিন হাউজ প্রতিক্রিয়া হিসেবে পরিচিত। এটি হচ্ছে পরিবেশগত দূষণের দ্বারা উষ্ণতা বাধাপ্রাপ্ত হওয়ার ফলে পৃথিবীর চার পাশের বায়ুর ক্রমাগত উষ্ণতা। এটি একটি প্রক্রিয়ায় ঘটে থাকে। আমরা জানি যে, আমাদের পরিবেশ ওজন স্তর দ্বারা রক্ষিত হয়। এই ওজন স্তর সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুণি রশ্মি প্রতিরােধ করে। কিন্তু কার্বন ডাই-অক্সাইড গ্যাসের ক্রমাগত বৃদ্ধি ওজন স্তরের ক্ষতি করে। ফলে, এটি সূর্য থেকে আসা ক্ষতিকর অতি বেগুনি রশ্মি প্রতিরােধ করতে পারে না। এই কারণে ভূ-মন্ডলের তাপমাত্রা দিন দিন উষ্ণতর হচ্ছে। একই কারণে মেরু অঞ্চলের বরফ গলছে। সুতরাং, অদূর ভবিষ্যতে আমাদের দেশ পানির নিচে তলিয়ে যাবে। এখন, বাংলাদেশের জন্য এটি একটি ভীতিকর সংবাদ। তাছাড়া, আবহাওয়াবিদরা ভবিষ্যদ্বাণী করেন যে, পরবর্তী শতাব্দীতে উষ্ণতা ৪ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। এটি মানব জাতীর সামর্থ কমিয়ে দিতে পারে। এটি বন্য জীবন এবং উষর জনহীন প্রান্তরও মারাত্মকভাবে ক্ষতি করতে পারে। সুতরাং, আমাদের অবশ্যই বৈশিক উষ্ণতা নিয়ন্ত্রণ করতে হবে। বন কেটে ফেলা অবশ্যই বন্ধ করতে হবে। বৃক্ষ রােপন কার্যক্রম অবশ্যই আরও জনপ্রিয় করতে হবে। কার্বন ডাই-অক্সাইড নির্গত হওয়ার উৎসগুলো অবশ্যই জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Sffb
    Sffb
    23 February, 2023
    This is good but you should make it better
    Reply
  • Sffb
    Sffb
    23 February, 2023
    This comment has been removed by the author.