SkyIsTheLimit
Bookmark

জাতীয় পতাকা অনুচ্ছেদ রচনা

জাতীয় পতাকা একটি জাতির স্বাধীনতাকে প্রতীকায়িত করে। এটি যে কোন দেশকে বিশ্বের মানুষের নিকট পরিচিত করিয়ে দেয়। প্রত্যেক স্বাধীন দেশের একটি জাতীয় পতাকা রয়েছে। আমরা একটি স্বাধীন দেশে বাস করি। আমাদেরও নিজস্ব জাতীয় পতাকা রয়েছে। এটির আকার ১০ঃ৬। এটি সূতা, সৃতিবস্ত্র অথবা সিল্কের কাপড় দিয়ে তৈরি হতে পারে। আমাদের জাতীয় পতাকার রং সবুজ এবং কেন্দ্রে একটি লাল বৃত্ত রয়েছে। সবুজ রং যৌবন এবং শান্তি নির্দেশ করে । লাল বৃত্ত দীর্ঘ অন্ধকারাচ্ছন্ন শাসনকালের পর সূর্যোদয়কে নির্দেশ করে। এটা জাতির জন্য উজ্জ্বল ভবিষ্যতের নির্দেশ করে। আমাদের জাতীয় পতাকার নকশাবিদ হচ্ছেন কামরুল হাসান। এটি সরকারি অফিস বিল্ডিং, বিদেশী দূতাবাস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে উত্তোলন করা হয়। জাতীয় শোক দিবসে এটি অর্ধনমিত রাখা হয়। আমি আমাদের জাতীয় পতাকার জন্য গর্বিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment