SkyIsTheLimit
Bookmark

প্রিয় গায়ক অনুচ্ছেদ রচনা

আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমার প্রিয় গায়ক। তিনি কেবল একজন। গায়কই নন বরং গানের সুরকারও। তিনি হাজার হাজার গানের সুর করেছেন এবং গেয়েছেন যা নজরুল গীতি হিসেবে পরিচিত। তার গানগুলো দীর্ঘস্থায়ী এবং বিশ্বজনীন সনির্বন্ধ আবেদন আছে। তিনি তাঁর গানগুলাে রাজকীয় সুরে গেয়েছেন। তার গানগুলাের সুর আমাদের হৃদয়ে প্রবেশ করে। এ কারণে নজরুল আমার প্রিয় গায়ক। তিনি গেয়েছেন দেশাত্মবোধক গান, ইসলামী গজল, মানবতার গান ইত্যাদি। "ও মন রমজানের ঐ রোজার শেষে" এবং "চল, চল, চল" তার বিখ্যাত গানগুলাের মধ্যে দুইটি । আমি তার গানগুলাে খুব পছন্দ করি। আমার কাছে তাঁর গানগুলাের সনির্বন্ধ আবেদন আছে। এগুলো আশা এবং সাহসের সাথে আমাকে অনুপ্রাণিত করে। নজরুল এখন আর আমাদের মাঝে নেই কিন্তু তার গানগুলো সব সময়ের জন্য আমাদের অনুপ্রাণিত করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment