SkyIsTheLimit
Bookmark

ইংরেজী শিক্ষার প্রয়োজনীয়তা অনুচ্ছেদ রচনা


প্রত্যেক দেশের আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি ব্যবহার করে। তাই ইংরেজিকে আন্তর্জাতিক ভাষা বলা হয়। আমি ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অত্যন্ত অনুভব করি। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে, আমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে। উচ্চ শিক্ষার জন্য প্রয়ােজনীয় প্রায় সব বই-পুস্তক ইংরেজিতে লেখা। তাই উচ্চ শিক্ষার জন্য ইংরেজি অত্যাবশ্যক। বিভিন্ন উদ্দেশে অন্যান্য দেশের সাথে যােগাযােগ করতে ইংরেজির প্রয়োজন হয়। তাছাড়া, ইংরেজি ব্যতীত একজন বিমান চালক, টেলিফোন অপারেটর, অভ্যর্থনাকারী এবং টুরিস্ট গাইডের চাকরি পাওয়া সম্ভব নয়। আমরা যদি ইংরেজি এড়িয়ে যাই, তাহলে জীবনে উন্নতি করতে পারব না। তাই আমাদের ইংরেজি শেখা উচিত। ইংরেজি শেখার জন্য আমাদের ইংরেজি সংবাদপত্র এবং ম্যাগাজিন পড়া উচিত। ইংরেজি সংবাদও আমাদের শোনা অথবা দেখা উচিত। অধিকন্তু সতর্কতার সাথে আমাদের ইংরেজি পাঠ্য বই পড়া উচিত। আমাদের ব্যাকরণের নিয়ম-কানুন গুলো সঠিকভাবে শেখা উচিত। ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা কোন ভাবেই অবজ্ঞা করা যায় না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment