SkyIsTheLimit
Bookmark

প্রিয় শখ অনুচ্ছেদ রচনা

সখ হচ্ছে একজন লােকের প্রিয় কাজ যা সে তার অবসর সময়ে করতে পছন্দ করে। এটি কারাে পেশা নয়। এটি অর্থ বয়ে আনে না। এটি কাউকে আনন্দ দেয় এবং কাজের একঘেয়েমি দূর করে। আমি একজন শিক্ষার্থী। আমার প্রিয় সখ হচ্ছে বই পড়া। যখনই আমি সময় পাই, তখনই আমি আমার পছন্দের বইগুলাে পড়ি। আমি এটি কিছু কারণে পছন্দ করি। আমি জানি যে, বই সর্বোত্তম বন্ধু। বই পড়া আমাকে প্রচুর জ্ঞানার্জনে সহায়তা করে। এটা আমার একঘেয়েমি দূর করে। এটা আমার দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। আমি বিভিন্ন ধরনের বই পড়ি যেমনঃ গল্পের বই, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গােয়েন্দা উপন্যাস ইত্যাদি। আমি আমার সখের জন্য দিনে কমপক্ষে দুই ঘন্টা ব্যয় করি। এটি আমাকে প্রচুর আনন্দ দেয়। সুতরাং, প্রত্যেকেরই সখ থাকা উচিত যা তাকে আনন্দ এবং জ্ঞান দান করে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    01 February, 2023
    Bad
    Reply
  • Anonymous
    Anonymous
    28 July, 2022
    Valo
    Reply