SkyIsTheLimit
Bookmark

লোভে পাপ পাপে মৃত্যু ভাবসম্প্রসারন


লােভের বশবর্তী হয়ে মানুষ জীবনের সর্বনাশ ডেকে আনে। লােভ মানুষকে অন্ধ করে। তার বিবেক বিসর্জন দিয়ে তাকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই লােভ মানুষের পরম শত্রু। জীবনের সর্বনাশ সাধনই তার কাজ। মানুষ নিজের অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকতে চায় না। হাতে যা আছে তাতে সুখী না থেকে আরও বেশি কিছু পাওয়ার ইচ্ছা মানুষের থাকে। অতিরিক্ত কিছু পাওয়ার ইচ্ছাকেই লােভ বলে অভিহিত করা যায়। এই পােত মানুষের ত্রাগত বৈশিষ্ট্য। কিন্তু বিবেকবান। মানুষ জীবনকে সুন্দর ও পবিত্র রাখার জন্য লােভ জয় করে এবং লােভের বাড়াবাড়ি থেকে নিজেকে রক্ষা করে। যে ব্যাক্তি লোভি সে যদি জয় করতে না পারে সে তার লােভ চরিতার্থ করার জন্য অন্যায় ও অবৈধ পথ অবলম্বন করে। এর ফলে লােভী ব্যক্তি অন্যায়ের সঙ্গে জড়িত হয়ে পড়ে। পরিণতিতে সে বিপদাপন্ন হয় এবং তার জীবনে ধ্বংস অনিবার্য হয়ে ওঠে। লােভ মানুষকে তার সামর্থ্যের বাইরে ঠেলে, তার বিবেক লােপ করে দেয় এবং ভাল-মন্দ পাপ-পুণ্য বিচারের ক্ষমতা নির্মূল করে। লােভী ব্যক্তির নিজের কর্মকাণ্ডের ওপর নিয়ন্ত্রণ থাকে না এবং লােভের পরিণাম সম্পর্কেও সে চিন্তা করে না। লােভে পড়ে মানুষ সর্বনাশের দিকে এগিয়ে যায় এবং ধ্বংস বা মৃত্যুতে গিয়ে তার জীবনের অবসান ঘটে। লােভই মানুষের সকল অপরাধের উৎস। তাই জীবনের সাফল্যের জন্য লােভের হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment