SkyIsTheLimit
Bookmark

ছুটির দিন অনুচ্ছেদ রচনা

ছুটির দিন হচ্ছে একটি আয়েশের দিন। এই দিনে মানুষ তাদের কর্মক্ষেত্রে যায় না। এটি জীবনের একঘেয়েমি দূর করে। অনেক রকম ছুটির দিন রয়েছে। এগুলো হলাে সাপ্তাহিক, বাৎসরিক, ধর্মীয় এবং ঋতুকালীন ছুটির দিন। আমরা সাধারণত গৃহস্থালি কাজ করে, বিভিন্ন ধরনের খাবারের আয়োজন করে, কেনাকাটার জন্য গিয়ে ছুটির দিন অতিবাহিত করি। তাছাড়া, আমরা উপন্যাস পড়ে, গান শুনে, ছবি এঁকে এবং আমাদের পরিবারের সদস্য অথবা। বন্ধুদের সাথে গল্প করেও ছুটির দিন উপভােগ করি। আমি আমার পরিবারের সাথে ঢাকায় থাকি। ছুটির দিনে আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় যাই যেমন- মিরপুরের জাতীয় চিড়িয়াখানা, শাহবাগ জাতীয় জাদুঘর, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, ঢাকা মেডিকেল কলেজ । সলিমুল্লাহ মুসলিম হল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভৃতি। ঐ দিনে কিছু বিশেষ কর্মসূচী গ্রহণ করা হয়। আমরা আমাদের আত্মীয়-স্বজন ও বন্ধুদের আমন্ত্রণ করি এবং আমরা বিভিন্ন ধরনের খাদ্য প্রস্তুত করি। যা-হোক, আমরা ছুটির দিনের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করি। ছুটির দিনে আমাদের আনন্দের সীমা থাকে না। এটি ব্যতীত জীবন নিষ্পভ ও অর্থহীন হয়ে যায়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment