SkyIsTheLimit
Bookmark

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট, বিষয় এবং আসন সংখ্যা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিট, বিষয় এবং আসন সংখ্যা

ইউনিট
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট চারটি ইউনিট এবং দুইটি উপ-ইউনিট রয়েছে।

1. A ইউনিট (বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট,জীববিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ,ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত সকল বিভাগ এবং মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট)

2. B ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত সকল বিভাগ/ইনস্টিটিউট) B1 ব্যাতিত

3. B1 উপ-ইউনিট (কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত নাট্যকলা বিভাগ,চারুকলা ইনস্টিটিউট ও সংগীত বিভাগ)

4. C ইউনিট (ব্যাবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ)

5. D ইউনিট (সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত সকল বিভাগ,আইন অনুষদভুক্ত আইন বিভাগ,ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত সকল বিভাগ এবং জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা এবং মনোবিজ্ঞান বিভাগ) D1 ব্যাতিত

6. D1 উপ-ইউনিট (শিক্ষা অনুষদভুক্ত ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগ)

ইউনিট সমূহ এর বিষয় এবং আসন সংখ্যা

A ইউনিটঃ

বিজ্ঞান অনুষদঃ
  • পদার্থবিদ্যা(১১০)
  • রসায়ন(১১০)
  • গণিত(১১০)
  • পরিসংখ্যান(১১০)
  • ফলিত রসায়ন ও কেমিকৌশল(৩০)

জীববিজ্ঞান অনুষদঃ
  • প্রাণিবিদ্যা
  • উদ্ভিদবিজ্ঞান
  • ভূগোল ও পরিবেশবিদ্যা
  • প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান
  • মাইক্রোবায়োলজি
  • মৃত্তিকা বিজ্ঞান
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি
  • মনোবিজ্ঞান
  • ফার্মেসি

ইঞ্জিনিয়ারিং অনুষদঃ
  • কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং
  • ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং

মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদঃ
  • ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস
  • ওশানোগ্রাফী
  • ফিশারিজ

B ইউনিটঃ

কলা ও মানববিদ্যা অনুষদঃ
  • বাংলা (১১০)
  • ইংরেজি(১১০)
  • ইতিহাস(১২০)
  • দর্শন(১২০)
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি(১২০)
  • আরবি(১২০)
  • ইসলামিক স্টাডিজ(১২০)
  • আধুনিক ভাষা ইনস্টিটিউট(৪১)
  • ফারসি ভাষা ও সাহিত্য(৫০)
  • পালি(৮৫)
  • সংস্কৃত (৭০)
  • আইইআর (বি।এড) (মানবিক ও সমাজ বিজ্ঞান শাখা ৪০টি,ব্যবসায় শিক্ষা শাখা ৪০টি এবং বিজ্ঞান শাখা ২৫টি) মোট ১০৫টি
  • বাংলাদেশ স্টাডিজ(৫০)

B1 ইউনিটঃ

কলা ও মানববিদ্যা অনুষদ B1 উপ-ইউনিটঃ
  • নাট্যকলা (ছাত্র-১৮ ও ছাত্রী-১৭)
  • চারুকলা ইনস্টিটিউট (৬০)
  • সংগীত(৩০)


C ইউনিটঃ
  • একাউন্টিং(৮৭)
  • ম্যানেজমেন্ট(৬৫)
  • ফাইন্যান্স(৯৫)
  • মার্কেটিং(৭৭)
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট(৫০)
  • ব্যংকিং এন্ড ইন্স্যুরেন্স(৬৭)

D ইউনিটঃ

 সমাজ বিজ্ঞান অনুষদ-

অর্থনীতি বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(৪০)
  • বিজ্ঞান(৬৬)
  • ব্যবসায় শিক্ষা(২৬)
  • রাজনীতি বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(৫৩)
  • বিজ্ঞান (৫৩)
  • ব্যবসায় শিক্ষা(২৬)

সমাজতত্ত্ব বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(৫৩)
  • বিজ্ঞান (৫৩)
  • ব্যবসায় শিক্ষা (২৬)
  • লোক প্রশাসন বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(৫৩)
  • বিজ্ঞান (৫৩)
  • ব্যবসায় শিক্ষা (২৬)

নৃবিজ্ঞান বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(৩৪)
  • বিজ্ঞান (৩৪)
  • ব্যবসায় শিক্ষা (১৭)

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(৩৪)
  • বিজ্ঞান (৩৪)
  • ব্যবসায় শিক্ষা(১৭)

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(২৪)
  • বিজ্ঞান (২৪)
  • ব্যবসায় শিক্ষা(১২) 

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(১২)
  • বিজ্ঞান (১২)
  • ব্যবসায় শিক্ষা(০৬)

ক্রিমিনোলজি এন্ড পুলিশ সায়েন্স বিভাগঃ
  • মানবিক ও গার্হস্থ্য অর্থনীতি(১২)
  • বিজ্ঞান (১২)
  • ব্যবসায় শিক্ষা(০৬)

আইন অনুষদঃ
আইন(১১৫)

ব্যবসায় প্রশাসন অনুষদঃ

একাউন্টিং বিভাগঃ
  • বিজ্ঞান(২০)
  • মানবিক(০৩)

ম্যানেজমেন্ট বিভাগঃ
  • বিজ্ঞান(৪০)
  • মানবিক (০৫)

ফাইন্যান্স বিভাগঃ
  • বিজ্ঞান(১০)
  • মানবিক (০৫)

মার্কেটিং বিভাগঃ
  • বিজ্ঞান(৩০)
  • মানবিক (০৩)


লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment