দহিল হৃদয় মম সেই ক্ষোভানলে।
ধীরে ধীরে চুপি চুপি দুঃখাকুল মনে,
গেলাম ভজনালয়ে ভজন কারণে।
দেখি সেথা একজন, পদ নাহি তার,
অমনি জুতার খেদ ঘুচিল আমার।
পরের অভাব মনে করিলে চিন্তন,
আপনার অভাব ক্ষোভ রহে কতক্ষণ?
সারমর্ম: সামান্য অভাবে পড়লেই দুঃখবােধ করা উচিত নয়। পৃথিবীতে বহু মানুষ দুঃখকষ্টে জীবনযাপন করছে। তাই প্রকৃত সুখী হতে হলে নিজের দুঃখ-কষ্টকে ভুলে অন্যের বৃহত্তর কষ্টের কথা ভাবতে হবে।






Post a Comment