সম্প্রসারিত-ভাব : আমাদের জীবন বড়ই সংগ্রামমুখর। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এখানে আপ্রাণ চেষ্টা করতে হয়; নচেৎ এ পৃথিবী থেকে বিলুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। বিনা পরিশ্রমে, বিনা সাধনায় কোন দেশ বা জাতি বড় হতে পারেনি। অতীত ইতিহাস পর্যালােচনা করলে দেখা যায় যে, সংসারে যারা যতুবান এবং পরিশ্রমী তারাই সাফল্যের চূড়ান্ত শিখরে আরােহণ করেছেন--তাঁরাই বানিয়েছেন অক্ষয় কীর্তির স্তম্ড। এজন্য তারা সকলের কাছে শ্রদ্ধার পাত্র। 'যতনে রতন মিলে-এ কথাটি ব্যক্তির ক্ষেত্রে যেমন সত্য সমষ্টির ক্ষেত্রেও দেয়া যায়। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রেসিডেন্ট আব্রাহাম হाम किমন দেশ দেশ-বিদেশের বহু ঘটনা থেকে এ বিষয়ে উদাহরণ বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন, বিশ্ব বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র প্রমুখের জীবনী থেকে জানা যায় যে, তারা ত্যাগ-তিতিক্ষা, যত্ন আর নিরলস সাধনা দ্বারাই পৃথিবীতে কীর্তিমান ব্যক্তি হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে গেছেন। আন্তরিক চেষ্টা এবং নিরবচ্ছিন্ন অনুশীলন দ্বারা সাফল্য লাভ অবশ্যই সম্ভব। মানুষের জীবনে অলসতার কোন ঠাই নেই। আমাদের মনে রাখতে হবে কাজই গতি। পরিশ্রম দেখে যারা নিজেদের গুটিয়ে নেয় তাদের কাছে সৌভাগ্য কখনাে ধরা দেবে না। কথায় আছে-‘কষ্ট করলে কেষ্ট মেলে। শুধু চাইলে হবে না চাওয়ার সাথে পরিশ্রমকেও সম্পৃক্ত করতে হবে। আজ যে দরিদ্র, পরিশ্রম দ্বারা সে-ই একদিন সাফল্যের স্বর্ণশিখরে আরােহণ করতে পারে—এরকম দৃষ্টান্তের কোন অভাব নেই। তাই যত্ন করলে রত্ন মিলে কথাটা চিরন্তন সত্য। যত্ন ও পরিশ্রম দ্বারাই নিজের ভাগ্যকে প্রতিষ্ঠিত করা যায়। জীবনের অভীষ্ট লক্ষে পৌছানাের জন্য তাই মানুষকে নিরলস সাধনা করা দরকার।
যতনে রতন মিলে, সারসত্য এই ভাবসম্প্রসারণ

Sraboni
... min to read
Listen





Post a Comment