SkyIsTheLimit
Bookmark

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ভাবসম্প্রসারণ

মূলভাব : সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। তাঁর সৃষ্টিতে কোন ভেদাভেদ নেই। কিন্তু মানুষ তৈরি করেছে কৃত্রিম জাতিভেদ। স্বার্থপর মানুষ নিজের স্বার্থে সৃষ্টি করেছে এই দূর্ভেদ্য প্রাচীর। কিন্তু মানুষ সৃষ্টির সেরা জীব। পার্থিব-  অপার্থিব, মতবাদ-সংস্কার, কেতাব-গ্রন্থ, কোনাে কিছুই মানুষের চেয়ে মর্যাদাকর নয়। মানুষের স্থান সবার ওপরে। মানুষের কোন জাতিভেদ নেই। যে ধর্মের হােক না কেন তার সত্য পরিচয় সে মানুষ।
সম্প্রসারিত ভাব : মানুষের মর্যাদা সবকিছুর ওপরে বলে বিবেচনা করা দরকার। কোনাে ধর্মনীতি, কোনাে সংস্কার জীবনের চেয়ে বড় হতে পারে না। কেননা এ জগতে যা কিছু রয়েছে, সবই মানুষের কল্যাণের জন্যে নিয়ােজিত। সবকিছুর আয়ােজন মানুষের উপকারের লক্ষ্য। তাই মানুষকে সবার ওপরে স্থান দিয়ে তার মর্যাদা স্বীকার করতে হয়। জীবনের জন্যে নানা রীতিনীতি, ধর্মকর্মের আয়ােজন করা হয়েছে। জীবনের প্রয়ােজনে যেসব জিনিস এসেছে, কিন্তু সেসব জীবনের চেয়ে বড় হয়ে উঠতে পারে না। তাই কখনাে কখনাে নীতি বা আদর্শ জীবনের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এতে মানুষের মর্যাদাহানি ঘটে। মানুষের জীবনের বিকাশ | ঘটাতে হবে সেজন্যে সবকিছুর আয়ােজন। এক্ষেত্রে কোনাে বিধি-নিষেধ দিয়ে জীবনকে আবদ্ধ রাখা অনুচিত। মানুষকে যদি মর্যাদা দেওয়া হয় তবে | জীবন সুখকর হয়ে ওঠে। কীভাবে মানুষের কল্যাণ করতে হবে, কীভাবে | মানুষের সুখের ব্যবস্থা করতে হবে সে ব্যাপার বিবেচনা করা দরকার। | মানুষের জীবনের মর্যাদা স্বীকার করে নিয়ে সব লােকের উপকার করার জন্যে উদ্যোগ নেওয়া বাঞ্ছনীয়। মানুষ নিজের তাগিদে সভ্যতার উদ্ভব ঘটিয়েছে। সেই সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য সৃষ্টি করেছে শিল্প, সাহিত্য, বিজ্ঞান, দর্শন। এভাবে আদি থেকে বর্তমান পর্যন্ত মানুষ তার শ্রেষ্ঠত্বের পরিচয় বহন করে চলেছে। তাই সব বাধা দূর করে, সব আদর্শের প্রভাব বাদ দিয়ে মানুষের জীবনকে মর্যাদার আসনে বসাতে হবে।মন্তব্য : মানুষ সৃষ্টির সেরা, আশরাফুল মাখলুকাত। তাই সৃষ্টির যেদিকে তাকাই না কেন, মানুষের চেয়ে শ্রেষ্ঠ কিছু চোখে পড়ে না। তাই কবির  এ অমৃত বাণী সার্থক।  

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment