SkyIsTheLimit
Bookmark

ভ্রমণ অনুচ্ছেদ রচনা

বিভিন্ন উদ্দেশে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে সাধারণত ভ্রমণ বলা হয়। মানুষ সচরাচর একই উদ্দেশে ভ্রমণ করে না। কেউ জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জনের জন্য, কেউ আনন্দের জন্য, কেউ বাণিজ্যিক উদ্দেশে ভ্রমণ করে। এর যথেষ্ট শিক্ষাগত মূল্য রয়েছে। এটি শিক্ষার একটি অংশ। আমাদের শিক্ষা এবং পুঁথি বিদ্যা ভ্রমণ ব্যতীত অসম্পূর্ণ থাকে। ভ্রমণের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারি। এটি আমাদের ব্যবসা-বাণিজ্য, ভাষা, সমাজবিদ্যা, প্রথা, সংস্কৃতি, ইতিহাস, ভূগােল প্রভৃতি শিক্ষা দেয়। সুতরাং, ভ্রমণের শিক্ষামূলক মূল্য অবর্ণনীয়। এ ছাড়াও ভ্রমণের কিছু বিশেষ উপকারিতা রয়েছে। যদি কেউ এক স্থানে দীর্ঘ সময় অবস্থান করে, তাহলে সে একঘেয়ে হয়ে পড়ে। ভ্রমণ আমাদের একঘেয়েমি দূর করে এবং আনন্দ দেয়। এটি আমাদের দৃষ্টিভঙ্গিকেও প্রসারিত করে এবং মনকে সতেজ করে। একজন ভাল ভ্রমণকারী সহজেই অন্যদের শিক্ষা দিতে পারেন। তিনি আমাদের অন্য দেশ ও মানুষ সম্পর্কে আমাদের প্রাথমিক জ্ঞান দিতে পারেন। ভ্রমণ আমি খুবই পছন্দ করি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
3 comments

3 comments

  • Anonymous
    Anonymous
    21 May, 2023
    Nice but pls publish on a travel experience
    • Anonymous
      Anonymous
      09 August, 2023
      গুড
    • Anonymous
      Anonymous
      12 February, 2024
      I like it 🥰
    Reply