SkyIsTheLimit
Bookmark

খেলাধুলার প্রয়োজনীয়তা অনুচ্ছেদ রচনা

আমাদের জীবনে খেলাধুলার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এটি আমাদের মন এবং শরীরকে সতেজ করে এবং বেশি কাজ করতে সাহায্য করে। এটি শিক্ষার একটি অংশ। এটি বাজে কাজ থেকেও আমাদের বিরত রাখে। আন্তর্জাতিক খেলা ভ্রাতৃত্ববােধ সৃষ্টি করে এবং মনের সংকীর্ণতা দূর করে। ক্রিকেট, ফুটবল, হকি, বাস্কেটবল প্রভৃতি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। অধিকন্তু, কিছু দেশীয় খেলা রয়েছে যেমন হা-ডু-ডু, বৌছি, কানামাছি ইত্যাদি। এগুলাে গ্রামে খুবই জনপ্রিয়। সচরাচর আমি বহি:ক্রীড়ায় অংশগ্রহণ করি যা হচ্ছে। ক্রিকেট। আমি কেরাম, দাবা ইত্যাদি আন্তক্রীড়াও অংশগ্রহণ করি। যথেষ্ট উপকারিতা থাকা সত্ত্বেও খেলাধুলার কিছু খারাপ দিকও রয়েছে। কিছু খেলা ব্যয়বহুল। কখনাে কখনাে খেলােয়াড়রা আহত হয় এবং এমনকি মারাও যায়। অতিরিক্ত খেলা স্বাস্থ্য এবং লেখাপড়ার জন্য ক্ষতিকর। যা-হােক, প্রত্যেক শিক্ষার্থীর খেলাধুলা করা উচিত। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের খেলাধুলা করতে উৎসাহ দেওয়া।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    16 November, 2023
    hi
    Reply