SkyIsTheLimit
Bookmark

পরিবেশ দূষণ অনুচ্ছেদ

আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়েই পরিবেশ। কিন্তু বর্তমানে পরিবেশ দূষণ সমস্যা বিশ্বে ভয়াবহ রূপ ধারণ করেছে। পৃথিবীর সকল দেশের মধ্য বিশেষ করে উপকূলীয় গরিব দেশসমূহ পরিবেশ দূষণ নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তাগ্রস্ত। এ তালিকার ভিতরে বাংলাদেশও অবস্থিত ,বাংলাদেশও পরিবেশ দূষণের মারাত্মক শিকার। জনসংখ্যা বৃদ্ধির কারনে অধিক জনসংখ্যার চাহিদা মেটানোর জন্য মানুষ পরিবেশের উপাদানকে নানাভাবে ব্যবহার করছে। বিভিন্ন বর্জ্য সৃষ্টি করছে। ফলে পরিবেশের বায়ু, পানিমাটি তিনটি উপাদানই দূষিত হচ্ছে। ফলে আমাদের দেশ ভয়াবহ বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের দেশে পরিবেশ দূষণের মূল কারনগু্লো হল অতিরিক্ত জনসংখ্যা , অপরিকল্পিত নগরায়ন, বনভূমি উজাড়,অতিরিক্ত সার ও কীটনাশকের বাবহার ,যানবাহনের বিষাক্ত ধোয়া ও শিল্প কারখানার অপরিশোধিত আবর্জনা নিষ্কাষণ প্রভিতী। পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হল বায়ু এবং মানুষের দ্বারা বা়য়ু প্রতিনিয়নত দূষিত হচ্ছে। বায়ু দূষণের কারন গুলোর মধ্য অন্যতম একটি কারণ হলো কলকারখানা থেকে নির্গত বিষ্কাক্ত ধোয়া। পরিবেশের আরেকটি গুরুত্বপূর্ণ  উপাদান পানিও বিভিন্নভাবে দূষিত হচ্ছে। খাদ্য উৎপাদন বৃদ্ধির জন্য জমিতে রাসায়নিক সার প্রয়োগ করা হচ্ছে। কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এসব বৃষ্টির পানির সাথে মিশে বিভিন্নভাবে পুকুর, খাল, বিল, নদীর পানিকে দূষিত করছে। কলকারখানাগুলো থেকে বের হওয়া রাসায়নিক দ্রব্য ও বর্জ্য পদার্থ নদী ও খালের পানিতে মিশে পানি দূষিত করছে। প্রতিনিয়ত পরিবেশ দূষনের মূল কারন মানুষের বিবেচনাহীন কাজ। জ্বালানি ও বাসস্থানের প্রয়োজনে মানুষ নির্বিচারে গাছ কাটছে ও বন-জঙ্গল পুড়াচ্ছে ফলে পরিবেশের ভারসামা নষ্ট করছে। ফলে বিশ্বের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পরিবেশ দূষণ রোধ করতে হলে সারাদেশে ব্যাপকহারে বৃক্ষ রোপণ করতে হবে। বৃক্ষ রোপনকে একটি সামাজিক আন্দালনে পরিণত করতে হবে এবং সকলকে এ ব্যপারে সচেতন করে তুলতে হবে।


লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment