SkyIsTheLimit
Bookmark

ডাকপিয়ন অনুচ্ছেদ রচনা

ডাকপিয়ন এমন একজন ব্যক্তি যে প্রাপকের ঠিকানায় চিঠি পত্র, মানি অর্ডার, পার্সেল প্রভৃতি বিতরণ করার জন্য বাড়ি বাড়ি যায়। সে একজন পরিচিত ব্যক্তি। সমাজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে খাকি পোশাক পরিধান করে এবং তার কাঁধে একটি খাকি ব্যাগ বহন করে। সে একজন সরকারী চাকুরিজীবী। সে প্রত্যহ ডাকের থলি খােলে এবং চিঠিপত্র বাছাই করে। তারপর সে চিঠিপত্র, মানি অর্ডার, পার্সেল প্রভৃতি বিলি করার জন্য বের হয়। সে তার বাইসাইকেল যােগে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। এজন ডাকপিয়ন খুবই আন্তরিক এবং কর্তব্যপরায়ণ। সে খুব সতর্কতার সাথে তার কর্তব্য পালন করে। সে খুব সৎ এবং পরিশ্রমীও বটে। তাকে, প্রত্যহ আট ঘন্টার অধিক কাজ করতে হয়। সে যেন মেশিনের মত কাজ করে। তথাপি, সে পর্যাপ্ত বেতন পায় না। সে খুব শােচনীয় জীবন যাপন করে। সে কোন রকমে তার সংসার চালায়। দারিদ্র্যের কারণে তার সন্তানরা উপযুক্ত শিক্ষা পায় না। সুতরাং, তার অবস্থার উন্নতি কল্পে সরকারের উচিত তার বেতন বৃদ্ধি করা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    21 November, 2021
    ধন্যবাদ
    আপনাকে
    না পেলে
    বিপদে
    পরতাম
    Reply