SkyIsTheLimit
Bookmark

একটি বিদ্যালয় সাময়িকী অনুচ্ছেদ রচনা


বিদ্যালয় সাময়িকী হচ্ছে একটি বিদ্যালয়ের বাৎসরিক প্রকাশনা। এটি সাধারণত বছরে একবার প্রকাশিত হয়। শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ এতে লিখে থাকেন। এতে সাহিত্যকর্ম অথবা বিদ্যালয়ের অন্যান্য তথ্যাদি থাকে। এতে আরও থাকে ধাঁধা, কবিতা, ছােটগল্প ইত্যাদি। কিছু শিক্ষক এবং শিক্ষার্থী এর জন্য কাজ করে। তাদের মধ্য থেকে একটি কমিটি গঠন করা হয়। সম্পাদক লেখা আহ্বান করেন। তারপর সর্বোৎকৃষ্ট লেখাগুলো প্রকাশের জন্য নির্বাচন করা হয়। মূলত শিক্ষার্থীরা এবং শিক্ষকগণই সাময়িকী প্রকাশনার ব্যয় বহন। করে থাকে। এর জন্য "ম্যাগাজিন তহবিল" নামক একটি তহবিল গঠন করা হয়। স্কুল জীবনে একটি বিদ্যালয় সাময়িকীর যথেষ্ট গুরুত্ব রয়েছে। একজন শিক্ষার্থী এর মাধ্যমে তার সুপ্ত প্রতিভা প্রকাশ করতে পারে। শিক্ষার্থীরা তাদের স্কুল সম্পর্কে জানতে পারে। তারা তাদের জ্ঞানও সমৃদ্ধ করতে পারে। প্রত্যেক বিদ্যালয়েরই বিদ্যালয় সাময়িকী প্রকাশ করা উচিত। এটি বিদ্যালয় জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment